Bangal Press
ঢাকাWednesday , 6 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পুকুর খননের মাটির সাথে উঠে এলো ১২ ইঞ্চি মর্টারশেল

Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খনন করতে গিয়ে মাটির সাথে উঠে এলো একটি পরিত্যক্ত মর্টার শেল। মর্টার শেলটি দেখতে উৎসুক মানুষের ভিড়। বুধবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বড়খাতা পুরাতন মুন্সিটারি জামে মসজিদের ইদগাহ মাঠে মাটি সমান করতে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করা হয়। পরে মর্টাল শেলটি হাতীবান্ধা থানা পুলিশ হেফাজতে রাখেন।
স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা পুরাতন মুন্সিটারি জামে মসজিদের ইদগাহ মাঠে জন্য  পুকুর থেকে মাটি খনন করা হয়। সেই মাটির কাজ করতে গিয়ে এক শ্রমিক কাজ করতে গিয়ে কোদালের সাথে আঘাত লাগে। পরে সেটি উদ্ধার করে দেখা যায় পরিত্যক্ত একটি মর্টার শেল।পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে একটি খোলা মাঠে রাখেন।
মর্টার শেলটি ১২ ইঞ্চি লম্বা। ওজন প্রায় ৫/৬ কেজি। ধারণা করা হচ্ছে- মর্টার শেলটি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়কার।
শ্রমিক রফিকুল ইসলাম বলেন,পুকুর থেকে মাটি ইদগা মাঠে ভরা করা হয়। সেই মাটি সমান করতে গিয়ে কোদালে আঘাত পায় বোমাটি। মাটির নীচ থেকে বের করে পুলিশকে খবর দেই।
হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক শফিক বলেন, পরিত্যক্ত মর্টার শেটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  নিষ্ক্রিয়কারী দল এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।