Bangal Press
ঢাকাTuesday , 30 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর হামলার অভিযোগে ৬৩৬ জনকে আসামি করে মামলা

Link Copied!

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ এনে নগরীর চান্দগাঁও থানায় ৬৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (২৯ মে) ভোর ৪চারটার দিকে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

মামলায় ৩৬ জন বিএনপি নেতাকর্মীকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তবে বিএনপির নগরীর শীর্ষ নেতাদের আসামি করা হয়নি।

আরও পড়ুন> ‘নাশকতাকারীদের প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে স্কোয়াড গড়ে তুলতে হবে’ 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, রোববার পদযাত্রা কর্মসূচি থেকে বহদ্দারহাট এলাকায় পুলিশের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন> মাঠ ছাড়বে না বিএনপি, ধারাবাহিক কর্মসূচিতে ‘কঠোর বার্তা’ 

বিএনপির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে রোববার বিকালে পদযাত্রা করেন দলটির নেতাকর্মীরা। পদযাত্রা কর্মসূচি নগরের বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে ফুলকলি, রাহাত্তারপুল, এক কিলোমিটার, চাঁন্দগাঁও থানা হয়ে বহদ্দারহাটে গিয়ে শেষ হয়।

ইকবাল হোসেন/এসএনআর/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।