Bangal Press
ঢাকাMonday , 5 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবাদ কর্মসূচিকে ভয় পেয়ে সরকার বাধা দিচ্ছে: সাকি

Link Copied!

প্রতিবাদ কর্মসূচিকে ভয় পেয়ে সরকার নানাভাবে বাধার সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সোমবার (৫ জুন) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল মহাসড়কের গোল চত্বর এলাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দিনাজপুর অভিমুখে রোডমার্চের অংশ হিসেবে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ।

সাকি বলেন, আমরা রোডমার্চ করছি গণতন্ত্র মঞ্চের ১৪ দফা মানুষের সামনে তুলে ধরার জন্য। সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর-এসব বিষয়ে মানুষ যে ঐক্যবদ্ধ, সেটা সরকার বুঝতে পারছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দিনাজপুর অভিমুখে রোডমার্চ করছি। কিন্তু এ সরকার গণতন্ত্র মঞ্চকে ভয় পেয়েছে। টাঙ্গাইলে আমাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। আজকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে সমাবেশ করা কথা ছিল। আওয়ামী লীগ ও প্রশাসন করতে দেয়নি। তাই শহরের বাইরে হাটিকুমরুল এসে করতে হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে রাগ-ক্ষোভ-অভিমানের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। তার বক্তব্যে এটা পরিষ্কার বেরিয়ে এসেছে, তারা আরেকটা তামাশার নির্বাচন করতে যাচ্ছে। এটা বুঝতে পেরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান আগে থেকেই নানা ধরনের নিষেধাজ্ঞা, ভিসানীতি জারি করেছে। সরকারের থলের বিড়াল এরই মধ্যে বেরিয়ে পড়েছে। তারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করছে।

সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম বাবুল, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুমও বক্তব্য দেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের নেতারা বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সমাবেশের উদ্দেশ্যে রওনা হন।

এম এ মালেক/এসজে/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।