Bangal Press
ঢাকাSunday , 28 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ফুল চাষ করে তাক লাগিয়েছেন নড়াইলের আল-আমিন

ডেস্ক রিপোর্ট
January 28, 2024 10:15 am
Link Copied!

ফুল চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নড়াইল সদর উপজেলার আল-আমিন মোল্যা নামের এক যুবক। জেলায় এই প্রথম ফুলের চাষ করে সফলও হয়েছেন তিনি। ২০২১ সালে পরীক্ষামূলকভাবে গøাডিওলাস ও গোলাপ দিয়ে চাষ শুরু করলে ও বর্তমানে ২ একর সম্বলিত ফুলের বাগানে রয়েছে তার।
জারবেরা, রজনিগন্ধা, টিউলিপেসহ নানা প্রজাতির দেশী ও বিদেশি ফুল শোভা পাচ্ছে আল-আমিনের ফুল বাগানে। জিফা এন্ড তায়েবা অ্যাগ্রো নামক তার এই ফুলের বাগান থেকে উৎপাদন খরচ বাদে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা লাভ করেন। নড়াইল শহর থেকে ১২ কিলোমিটার দুরে সদরের মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙা গ্রামের বাসিন্দা মো.আল-আমিন। পেশায় একজন ফুলের ব্যবসায়ী।
বাগান মালিক আল-আমিন বিডি২৪লাইভকে জানান,পরীক্ষামূলকভাবে ২০২১ সালে নিজ গ্রামে গøাডিওলাস ও গোলাপ ফুলের চাষ শুরু করেন। উৎপাদন আশানুরূপ হওয়ায় পরবর্তীতে ২ একর জমিতে রজনিগন্ধা, টিউলিপ, জারবেরাসহ বেশ কয়েক প্রজাতির ফুল উৎপাদন শুরু করেন। তার এই ফুলের বাগানের নাম দিয়েছেন জিফা এন্ড তায়েবা অ্যাগ্রো। নড়াইলের ফুলের বাজার ছাড়াও বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের অডারের্র পাশাপাশি ঢাকার শাহবাগের পাইকারি ফুল মার্কেটেও রয়েছে তার ফুলের ব্যাপক চাহিদা। এলাকার যুবক ও বেকার ছেলেমেয়েদের এই চাষে উৎসাহিত করতে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলেন জানান।
বাগানের মালি জাহিদুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, এখানে ফুলের বাগান হওয়ায় আমার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি যে বেতন পাই এই দিয়ে আমার সংসার ভালোভাবে চলে, পরিবার পরিজন নিয়ে ভালো আছি। বাগান দেখাশুনা করি, আগাছা পরিস্কার করি, সময়মতো প্রয়োজনীয় সার কীটনাশক ব্যবহার করি থাকি।
এলাকার উৎসুক জনতা প্রতিদিন এই ফুল বাগানে যান ফুল কিনতে,সৌন্দর্যে উপভোগ করতে,কেউ কেউ আবার সঙ্গীসাথি নিয়ে সেলফি তুলতে আসেন । অনেকের ইচ্ছা এই রকম একটি ফুল বাগান করার।
বাগানে ঘুরতে আসা খালিদ বিডি২৪লাইভকে বলেন, আমরা আলমিন ভাইয়ের ফুলের বাগান দেখতে এসেছি। এ রকম ফুলের বাগান নড়াইলে এই প্রথম, আমরা চাই এই রকম বাগান নড়াইলে আরো হোক। ফুলের বাগানে এসে অনেক আনন্দ লাগছে।
নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার মো: রোকনুজ্জামান বলেন, আলামিনের এই ফুল উৎপাদন জেলায় একটি অনন্য নজির। এই বাগান থেকে কি করলে ভালো কিছু করা যায়, আমরা তার পরামর্শ দেব। কি ভাবে আর্থসামাজিকভাবে লাভবান করবো ,আমরা সাথে থেকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি কিছুদিনে মধ্যে নড়াইলে কৃষিতে ফুলের সুবাশ বইবে।
এটা যে একটা লাভজনক ব্যবসা এই বাগনই তার উদহারণ। আমরা চাই এই ফুল চাষে মানুষ আরো আগ্রহী হোক। তার মত তরুন উদ্যোক্তারা ফুল চাষে আগ্রহী হলে উচ্চ মূল্যের এই ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের রয়েছে নানা পরিকল্পনা।
জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরি বলেন, ফুলের বাগানটি পরিদর্শন করে আমার অনেক ভালো লেগেছে। নড়াইলে এই প্রথম এই ধরনের এইটি ফুলের চাষ করায় উদ্যেক্তাকে ধন্যবাদ জানায়। ফুল স্বগীয় ফুল সব সময় মানুষকে আনন্দ দেয়। এর ব্যবহার কখনো শেষ হবেনা।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।