Bangal Press
ঢাকাWednesday , 6 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বহিরাগত ও শব্দদূষণমুক্ত নিরাপদ ক্যাম্পাস দাবি ঢাবি শিক্ষার্থীদের

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সীমিতকরণ, অবাধে যান চলাচল নিয়ন্ত্রণ এবং শব্দদূষণমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী।
বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ওই শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করা সম্ভব নয় তবে বহিরাগত সীমিতকরণ সম্ভব। বিভিন্ন দিবস ও উৎসব পালনে ক্যাম্পাসে বহিরাগতদের যাতায়াত বেড়ে যায়। শিক্ষার্থীদের নিজেদেরকে বহিরাগত মনে হয়। আমাদের দাবি, পরিবেশ বান্ধব ক্যাম্পাস চাই।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসিন হাফসা বলেন, জাতীয় ছুটির দিন ও বিভিন্ন উৎসবের দিনে ক্যাম্পাস যেন পর্যটন এলাকায় পরিণত হয়। টিএসসির কাছে নারী শিক্ষার্থীদের দুটি হল রোকেয়া হল এবং শামসুন্নাহার হল রয়েছে। তাদের অনেকেই টিউশনি শেষ করে হলে ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়। আর এসময় প্রায়ই ফিজিক্যাল ও মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হতে হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রেদওয়ান ইসলাম বলেন, এই মুহূর্তে আমার ডিপার্টমেন্টে ক্লাস চলমান। ক্লাস না করে এখানে দাঁড়িয়েছি। কারণ ক্লাসের চাইতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি।
আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, আমরা প্রথমেই বলতে চাই, আমরা বহিরাগত মুক্ত ক্যাম্পাস নয় বরং বহিরাগত সীমিত ক্যাম্পাস এবং বহিরাগত যানবাহন সীমিতকরণ চাই। আমাদের দ্বিতীয় দাবি শব্দদূষণ মুক্ত ক্যাম্পাস। 
পরে ওই শিক্ষার্থীরা টিএসসি থেকে উপাচার্য কার্যালয় অভিমুখে পদযাত্রার করে এবং উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এসময় তারা তিন দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলো হলো— ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সীমিতকরণ; অবাধ যান চলাচল নিয়ন্ত্রণ; অনিয়ন্ত্রিত গাড়ির হর্ন ও যত্রতত্র শব্দদূষণ প্রতিরোধ।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।