Bangal Press
ঢাকাMonday , 12 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি ইউটিউবারের সঙ্গে খারাপ ব্যবহার, ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

ভারতের বেঙ্গালুরুতে বিদেশি ইউটিউবারের সঙ্গে খারাপ ব্যবহার করায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেখানের পুলিশ। দুই মাস আগে শহরের একটি বাজারে ওই ইউটিউবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। খবর এনডিটিভির।

জানা গেছে, ভারতে ভ্রমণকারী ওই ডাচ ইউটিউবারের নাম পেদ্রো মোতা। বেঙ্গালুরুতে তিনি ভ্লগ ভিডিও বানাতে গিয়েছিলেন। সে সময় স্থানীয় এক ব্যবসায়ী তার সঙ্গে অশালীন আচরণ করেন। 

This random guy in chickpet harassed a foreigner, is this how we treat our guests, pls take action, the foreigner name is Pedro Mota he is a youtuber from netherlands https://t.co/oyOb8dunjA https://t.co/0MKVarBiwM@PoliceBangalore @CPBlr @BlrCityPolice @Chickpetebcp pic.twitter.com/XccAyRv0Nu

— Mudassir Ahmed (@tajirmudassir) June 11, 2023
রোববার (১১ জুন) এ সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছে বেঙ্গালুরু পুলিশ। ভিডিওটি পেদ্রোর ক্যামেরা থেকে তোলা। এতে দেখা যায়, হাসিমুখে ভিডিও করছেন তিনি। কিন্তু এ সময় হঠাৎ ওই স্থানীয় ব্যবসায়ী তার ভিডিওতে বাধা দেয় ও হাত ধরে রাখে। এ সময় ইউটিউবার তাকে ছেড়ে দিতে বলেন। টানাটানির এক পর্যায়ে ছিটকে যান পেদ্রো।

কর্ণাটক পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দুই মাস আগে। তারপরই ভারত ছাড়ে ওই ইউটিউবার।

পুলিশ এরই মধ্যে নবাব হায়াথ শরীফ নামে চিহ্নিত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ও কর্ণাটক পুলিশ আইনের ৯২ ধারার অধীনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

বেঙ্গালুরু পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে ও সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি পর্যটকদের সঙ্গে এই ধরনের কোনো দুর্ব্যবহার সহ্য করা হবে না বলেও জানানো হয়।

এমএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।