Bangal Press
ঢাকাSunday , 11 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে এডভান্সড সার্টিফিকেট কোর্স

ডেস্ক রিপোর্ট
February 11, 2024 1:51 pm
Link Copied!

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক বছর মেয়াদি এডভান্সড সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় সেমিস্টারের (ফাইনাল) পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা জানান, বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে এই কোর্সটি।
দু’টি ট্রেডে এই কোর্স হয়। কোর্স দুটি হলো ফাইন আর্টস ও কম্পিউটার টেকনোলজি। এক বছর মেয়াদি কোর্সে দু’টি সেমিস্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ মাস মেয়াদি প্রথম সেমিস্টারের পরীক্ষা গত অক্টোবর মাসে শেষ হয়েছে। দ্বিতীয় সেমিস্টারের সমাপনী পরীক্ষা রোববার থেকে শুরু হলো।
পাবনার দু’টি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং হাইটেক এডভান্সড ট্রেনিং ইন্সটিটিউটের ১২০ জন প্রশিক্ষণার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এই কোর্সে অংশ নিয়েছেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মোশারফ হোসেন, কুষ্টিয়ার কানিজ সুলতানা, ঝিনাইদহের ফারহানা প্রধান ইমু, টাঙ্গাইলের আবুল কালাম আজাদ সহ অনেকে।
আলাপকালে তারা জানান, কয়েক মাস আগে আমরা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছি। এবার দ্বিতীয় সেমিস্টার তথা ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এখানে সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে প্রশিক্ষণ দেয়া হয়। এখান থেকে তারা অনেককিছু শিখতে পেরেছেন। যা তাদের দৈনন্দিন জীবনে অনেক কার্যকর ভূমিকা রাখবে। এই কোর্সের মাধ্যমে তারা বেকার জীবনের অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে পারবেন বলে মনে করেন।
পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অ্যাকাডেমিক ইনচার্জ অমল কুমার জানান, এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ২০১৮ সালে অনুমোদন দিয়েছে। এই কোর্সটি সম্পন্ন করলে একজন শিক্ষার্থী বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিল্প সংস্কৃতি বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে চাকুরির যোগ্যতা অর্জন করে।
তিনি আরও জানান, এই পদে সারাদেশে ক্রমান্বয়ে প্রায় ৩৭ হাজার শিক্ষক নিয়োগ হবে। কোর্সটি সম্পন্নের পর প্রশিক্ষণার্থীরা সার্টিফিকেট অর্জন করবেন। তারপর তারা এনটিআরসির মাধ্যমে নিবন্ধন পরীক্ষায় পাশ করলেই যেকোনো এলাকার মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষকতা পেশায় জীবন শুরু করতে পারবেন।
 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।