Bangal Press
ঢাকাSaturday , 17 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ময়নামতি হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত

ডেস্ক রিপোর্ট
February 17, 2024 12:23 pm
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আলেখারচর, পদুয়ার বাজার, সুয়াগাজী, নিমসার এলাকা সড়কের পাশে শতাধিক ফুটপাত দোকান উচ্ছেদ, যানজট নিরসন, সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে।
গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) মহাসড়ক সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পরিবহণ শ্রমিকদের মাঝে ট্র্যাফিক বিষয়ক সচেতনতা কার্যক্রম ও অবৈধ হাটবাজার, দোকানপাট অপসারণ কার্যক্রম (মাইকিং) ও লিফলেট বিতরণ। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে সমগ্র দেশের ন্যায় আমরাও থানাধীন এলাকায় আপনাদের সেবা করার লক্ষ্যে আজকে র‌্যালি, লিফলেট বিতরণ, যানজট নিরসন, মহাসড়ক সংলগ্ন ফুটপাত উচ্ছেদ করেছি।
কেননা ফুটপাতের দোকানের কারণে সাধারণ পথচারী, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের পথ চার নার ব্যাঘাত ঘটে। ফলে দুর্ঘটনা সংঘটিত হয়। সে কারণে আমরা এসব উচ্ছেদ স্থায়িত্ব করার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি।
তাছাড়া হেলমেট বিহীন মোটর সাইকেল চালক, বাসের ক্ষেত্রে বেল্ট বিহীন চালককে বেল্ট পরিধান, অতিরিক্ত যাত্রী বা মালবহন, জাতীয় গতি সীমার বাহিরে গাড়ি চালানোসহ মহাসড়কের বাঁকে সতর্কতা অবলম্বন করে ফিরানো, ওভার টেক না করা এবং থ্রী-হুইলার গাড়ি যাতে মহাসড়কে কোনোমতে না উঠে, সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেবা সপ্তাহ পালন করে যাবে।
হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে যাত্রী/চালক/মালিককে সচেতন করতে মাইকিং। গাড়ির ড্রাইভার যাতে ভুয়া লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে না পারে সে বিষয়ে মালিককে সচেতনকরণ ও নিয়মিত চেকিংয়ের ব্যবস্থা করে প্রসিকিউশন দাখিল, মহাসড়কে চলাচলরত আইন মান্যকারী চালকদের ফুলেল শুভেচ্ছা জানানো হবে



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।