Bangal Press
ঢাকাMonday , 26 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

যথাযথ মর্যাদায় কিশোরগঞ্জে শবে বরাত পালিত

ডেস্ক রিপোর্ট
February 26, 2024 4:28 am
Link Copied!

ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও পালিত হয়েছে পবিত্র শবে বরাতের রাত। এশার নামাজের পর থেকে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ঐতিহাসিক শহিদি মসজিদসহ জেলার সকল মসজিদে মুসল্লিরা রাত জেগে ইবাদতে মশগুল ছিলেন। পবিত্র শবে বরাতের রাত তথা মুক্তির এ রাতে সারাদেশের মসজিদে মসজিদে হয়েছিলো মুসল্লিদের ইবাদত-বন্দেগি। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন ছিলেন।
পবিত্র শবে বরাতের রাতে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ও ঐতিহাসিক শহিদি মসজিদে রোববার এশার নামাজ পড়তে শহরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়ে।
এদিকে পবিত্র রজনীতে শহরজুড়ে ছিল নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শহরের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। বিশেষ করে ঐতিহাসিক পাগলা মসজিদ ও ঐতিহাসিক শহিদি মসজিদ এলাকায় ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন। 
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে শবে বরাত উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলার সকল মসজিদে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ঐতিহাসিক শহিদি মসজিদ মসজিদে হাজারো মুসুল্লিদের অংশগ্রহণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে৷ এছাড়াও জেলার  কবরস্থানগুলোয় ছিল মুসল্লিদের ভিড়। 
নামাজ শেষে মানুষ আত্মীয়স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পাঠ ও তাদের জান্নাত নসিব করার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেন। এছাড়াও উপজেলার সবগুলো মসজিদে মুসল্লিতে ভরপুর ছিল৷ 
হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রজনি হিসেবে পালন করেন। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাত ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত।
মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমান নর-নারীরা যার যার ঘরেও রাতভর মগ্ন ছিলেন ইবাদত বন্দেগিতে। অনেকে নফল রোজা রেখেছেন। সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ থেকে পানাহ চাওয়ার রাত হিসেবে শবে বরাতের মর্যাদা অতুলনীয়। তাই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগি, জিকির-আজকার, করব জিয়ারত আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। 
ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। এই রাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। এই রজনি জানান দেয় রমজানের আগমনি বার্তা। এক মাস সিয়াম সাধনার আগে শবে বরাত উপলক্ষ্যে নফল রোজা এবং নফল নামাজের মধ্য দিয়ে মূলত মুসল্লিরা রমজানের প্রাক-প্রস্তুতি নেওয়ার সুযোগ পান। 
শবে বরাতের নামাজ পড়তে মসজিদে উপস্থিত ছিলেন হাজারো মুসল্লি। কারো হাতে জায়নামাজ আবার কারো হাতে তসবি। নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা প্রত্যেকেই মসজিদে ইবাদত বন্দেগি করার জন্য এসেছিলেন।
আগত মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করতেই তারা মসজিদে এসেছিলেন।
মুসল্লিরা প্রার্থনা করেন, আল্লাহ যেন আমাদের সুস্থ ও ভালো রাখেন, বিপদ-আপদ থেকে মুক্ত রাখেন।  
শরীয়তপুর জেলা থেকে ঐতিহাসিক পাগলা মসজিদে আগত অনিক মল্লিক বলেন, মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে এসেছি। খোদা যেন আমাদের ভালো রাখেন, আমাদের পরিবারকে ভালো রাখেন। সারাদেশের মানুষকে যেন ভালো রাখেন। 
পবিত্র এ রাতে কবরে থাকা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতে যান মানুষ। প্রার্থনায় প্রিয়জনদের জন্য মাগফিরাত কামনা করা হয়। শবে বরাতকে কেন্দ্র করে অনেকের বাড়িতে নানা রকম হালুয়া ও সুস্বাদু খাবার তৈরি করা হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয় খাবার।
বিশেষ মোনাজাতে মসজিদে মসজিদে মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়। দেশের সুখ সমৃদ্ধি উন্নতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মসজিদগুলোতে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।
মিলাদ মাহফিলে নামাজ, রোজা ও শবে বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। মসজিদের বাইরেও বিভিন্নস্থানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজন ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিলের। এশার নামাজের পর মুসল্লিরা মসজিদে মসজিদে রাতভর নফল নামাজ ও আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।
 
 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।