Bangal Press
ঢাকাSunday , 21 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্ন অধরাই থেকে গেল জয়নবের

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগ থেকে সবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন জয়নব খাতুন। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে সেভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু একটি দূর্ঘটনা সব কেড়ে নেয়, যেন স্বপ্ন অধরাই থেকে গেল জয়নবের।
শনিবার (২০ জানুয়ারি) বান্দরবানের রুমা উপজেলার দুর্গম কেও ক্রাডং পাহাড়ি সড়কের দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় পর্যটক বাহী একটি জীপ গাড়ি পাহাড়ের আঁকাবাঁকা ও উঁচু-নিচু সড়কে নিয়ন্ত্রণ হারালে ২ জনের মৃত্যু ঘটে।
পর্যটক বাহী এ গাড়িতেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নব খাতুন (২৪)। ভ্রমণকন্যা- ট্র্যাভেলস অফ বাংলাদেশের সাথে বান্দরবানে ভ্রমণে গিয়েছিলেন জয়নাব। এ দুর্ঘটনায় মৃত্যু ঘটে তার। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
একাডেমিক পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সরব ছিলেন জয়নাব। জয়নাব ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্য, হিমু পরিবহনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভ্রমণ কন্যার সদস্য ছিলেন। এছাড়াও ভ্রমণকন্যা-ট্র্যাভেলস অফ বাংলাদেশের ভলান্টিয়ার ছিলেন এবং মুভার’স নামে একটি সচেতনতামূলক সংগঠনের শুভেচ্ছা দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহিরা আফরিন গণমাধ্যমে বলেন, একটা ট্রাভেল গ্রুপের সঙ্গে কাজ করত জয়নব। সেখান থেকে বান্দরবান গিয়েছিল। সে যথেষ্ট ভদ্র, তীক্ষ্ণ মেধাবী এবং অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। বেঁচে থাকলে সে অনেক ভালো কিছু করত, এ বিশ্বাস. ছিল আমার। সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।