Bangal Press
ঢাকাThursday , 7 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

হত্যাকাণ্ডের মামলা ধামাচাপার চেষ্টায় চেয়ারম্যান সঞ্জিব ও তিন ইউপি সদস্য বরখাস্ত 

Link Copied!

আপস অযোগ্য লোমহর্ষক, চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুজন হত্যাকাণ্ডের মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্য সাময়িক বরখাস্ত হয়েছে।
গত মঙ্গলবার (৫ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ কে এম আনিসুজ্জামানের স্বাক্ষরিত পত্রে নির্দেশনা দেয়া হয়। 
সাময়িক বরখাস্তকৃতরা হলেন, মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার ও একেই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য প্রাণ গোপাল চৌধুরি ও ৪ নং ওয়ার্ড সদস্য সুমন চন্দ্র বর্মন এবং একেই উপজেলা চামারদানি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম নুরু।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি ১ শাখা ৫ মার্চ ২০২৪ স্মারক ৪৬০০৯০০০.১৭.২৭.০০৬.২৩-১৯৬ উল্লেখ করা হয়েছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার ও একেই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য প্রাণ গোপাল চৌধুরি ও ৪ নং ওয়ার্ড সদস্য সুমন চন্দ্র বর্মন এবং একেই উপজেলা চামারদানি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম নুরু এর বিরুদ্ধে আপস অযোগ্য হত্যা মামলায় তাদের অফিসিয়াল সিল ও স্বাক্ষর দিয়ে লোমহর্ষক ও চাঞ্চল্যকর হত্যা কাণ্ডের ঘটনাকে  ধামাচাপা দেয়াড় চেষ্টা করায় জেলা প্রশাসক সুনামগঞ্জের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ৫ মার্চ ২০২৪ তারিখ ১৯৬ স্মারক প্রজ্ঞাপনে জনস্বার্থে আপনাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ)আইন ২০০৯ এর ৩৪(৪)(ক)(ঘ) ধারা অনুযায়ী কেন আপনাদের পদ হতে চূড়ান্ত ভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তি ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক সুনামগঞ্জের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণে নিশ্চিত কারণে র জন্য নির্দেশক্রমে নির্দেশ প্রদান করা হলো।
এর আগে জেলা দায়রা জজ আদালত এ বিষয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ প্রদান করেন।  
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এই বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অতীশ দর্শী চাকমা কালের কণ্ঠকে জানান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত বিষয়ে একটি প্রজ্ঞাপন পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। 
স্থানীয় সরকারের উপ পরিচালক( ডিডিএলজি) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম জানান আমি ট্রেনিংয়ে ঢাকায় আছি এই বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।