Bangal Press
ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

১১৫ ফুট কাঠের সাঁকো নির্মাণ করে দিলেন এমপি

Link Copied!

গতবছর ভয়াবহ বন্যায় ব্রিজটি ভেঙে খাল তৈরি হয়। সেই খালের ওপর ১১৫ ফুট কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ। স্থানীয় জনগোষ্ঠীর অসুবিধার কথা চিন্তা করে নিজ খরচে ওই সাঁকোটি নির্মাণ করে দেন।২০২৩ সালের ভয়াবহ বন্যায় রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচর গ্রামের আহাদ আলীর বাড়ির পাশে ব্রিজটি ভেঙে পরে যায়।
বন্যার পানি শুকিয়ে গেলে চরশৌলমারী, ফুলকারচর, মিয়ারচর, শিমুল তলা বাজারসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়।এই খালের কারণে যানবাহন চলাচলে ও ফসল উৎপাদন ব্যাহত হওয়াসহ বিভিন্ন কৃষিপণ্যগুলো বাজারজাত করা নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। ফলে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি এবং কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য না পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজেই বাজার করতে না পারায় তাদের মধ্যে হতাশা দেখা দেয়। এ্যাড. বিপ্লব হাসান পলাশ এমপির কাছে যান এবং ওই খালের ওপর একটি সাঁকো নির্মাণ করে দেওয়ার দাবি জানান। 
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ ওই খালের ওপর একটি সাঁকো নির্মাণের উদ্যোগ নেন এবং ২০ জানুয়ারি থেকে তার নিজস্ব অর্থায়নে কাঠের সাঁকোটি নির্মাণ কাজ শুরু করেন। ১১৫ ফুট দৈর্ঘ্যের এই কাঠের সাঁকোটি নির্মাণ কাজ শেষ হয়। রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, বাহাদুর, জানান, এলাকাবাসীর সমস্যার কথা চিন্তা করে আমরা  কয়েকজন মিলে এমপি এ্যাড. বিপ্লব হাসান পলাশ’র কাছে সাঁকো নির্মাণের দাবি জানালে তিনি দ্রুত সাঁকোটি নির্মাণ করে দিয়েছেন। 
২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ জানান, এই খালের কারণে মানুষের চলাচলে খুবই অসুবিধায় পড়তে হয়েছে। রাস্তায় চলাচল গাড়ির ড্রাইভার ও সাধারণ জনগণের কথা চিন্তা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।