Bangal Press
ঢাকাWednesday , 7 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

১৪ এজেন্ডা নিয়ে দ্বিতীয় সভায় বসছে পিটিসিপিএলসি

Link Copied!

# গঠিত হবে কোম্পানির পর্ষদ, প্রণীত হবে সাংগঠনিক কাঠামো ও বাজেট

১৪টি এজেন্ডা সামনে রেখে দ্বিতীয় সভায় বসছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসিপিএলসি)। জ্বালানি তেলের পাইপলাইন পরিচালনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) গঠন করা এ যৌথ মূলধনী কোম্পানিটির দ্বিতীয় সভা শুরু হবে বুধবার (৭ জুন) বেলা ১১টায়। চট্টগ্রামে বিপিসির প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। সভায় বিপিসি চেয়ারম্যানসহ আট পরিচালক অংশ নেবেন।

জানা যায়, গ্যাসের মতো পেট্রোলিয়াম তরল জ্বালানি সঞ্চালনের কার্যক্রম তত্ত্বাবধানের জন্য পিটিসিপিএলসি গঠন করে বিপিসি। এরই মধ্যে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন পেয়েছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির জন্য ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে জনবলও নিয়োগ দিয়েছে বিপিসি। বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান এ বি এম আজাদ প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি বিপিসির তিন পরিচালক, সচিব এবং তিন মহাব্যবস্থাপককে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরই মধ্যে সীমিত পরিসরে প্রথম সভা করলেও কোম্পানিটিকে পুরোপুরি কার্যকর করতেই বুধবারের দ্বিতীয় সভায় বসছে পিটিসিপিএলসি। বৈঠকে ১৪টি এজেন্ডা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- কোম্পানির নিবন্ধন সার্টিফিকেট ও মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন বিস্তারিতভাবে পর্ষদকে অবহিতকরণ; মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের বর্ণনা অনুযায়ী শেয়ার সার্টিফিকেট ইস্যু সংক্রান্ত অনুমোদন; কোম্পানির কম সিল, লোগো, লেটারহেড প্যাড অনুমোদন এবং ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ; হুইলিং চার্জ/কোম্পানির আয় নির্ধারণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ; কোম্পানির ব্যাংক হিসাব খোলার অনুমোদন ও মূলধন বিপিসি থেকে স্থানান্তরের ব্যবস্থা; কোম্পানির হিসাব সংরক্ষণের জন্য অর্থবছর নির্ধারণ; কোম্পানি গঠনের প্রাথমিক ব্যয়ের অনুমোদন; কোম্পানির হিসাব ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা পরিচালককে ক্ষমতা অর্পণ এবং ব্যবস্থাপনা পরিচালকের বেতন-ভাতাদি/থোক বেতন/সম্মানী অনুমোদন; কোম্পানি সেক্রেটারি এবং প্রথম নিরীক্ষা ফার্ম/নিরীক্ষক নিয়োগ; পাইপ লাইন স্থাপন বিষয়ক বিভিন্ন প্রকল্পে জনবল এবং পাইপ লাইন অপারেটর নিয়োগ কার্যক্রমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে অন্তর্ভুক্তকরণ; প্রধান কার্যালয় ও ফিল্ড অফিস ভাড়া/ক্রয়/নির্ধারণ এর জন্য চুক্তি সম্পন্ন করার ক্ষমতা অর্পণ; কোম্পানির সাংগঠনিক কাঠামো ও বাজেট প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম গ্রহণ; পরিচালক পর্ষদ গঠন এবং বিবিধ।

বিপিসি সূত্রে জানা যায়, আমদানি করা তরল জ্বালানি খালাসে ব্যয় ও সময় বাঁচানোর লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১২৪ কোটি ৬২ লাখ টাকা। চলতি মাসের ২৬ জুন এসপিএম প্রকল্পে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। উড়োজাহাজের জ্বালানি (জেট এ-১) সরবরাহের জন্য নারায়ণগঞ্জের পিতলগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা অ্যাভিয়েশন ডিপো পর্যন্ত নির্মিত হচ্ছে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন। ১৬ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইনে ব্যয় হচ্ছে প্রায় ২৪৯ কোটি টাকা। প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে।

অন্যদিকে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা পর্যন্ত জ্বালানি তেল পরিবহনে প্রায় আড়াইশ কিলোমিটার পাইপলাইন নির্মিত হচ্ছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে তিন হাজার ১৭১ কোটি ৮৫ লাখ টাকা। একইভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা তেল আনতে ১৩১ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করেছে বিপিসি। এরই মধ্যে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নামের ওই পাইপলাইন দিয়ে নুমালিগড় রিফাইনারি থেকে তেল সঞ্চালন শুরু হয়েছে।

এ বিষয়ে পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসনিউজকে বলেন, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি এরই মধ্যে নিবন্ধন পেয়েছে। কোম্পানির দাপ্তরিক কার্যক্রম শুরুর জন্য দ্বিতীয় সভা আহ্বান করা হয়েছে। প্রথমে ছোটখাট একটি সভা হয়েছিল। দ্বিতীয় সভায় কোম্পানির পর্ষদ গঠন থেকে শুরু করে কার্যক্রম, বাজেট ও নানা কার্যক্রমে ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা দেওয়াসহ ১৪টি এজেন্ডা রাখা হয়েছে।

তিনি বলেন, নিবন্ধিত হওয়ার সময় পিটিসিপিএলসির ১০০ কোটি টাকার পরিশোধিত মূলধন এবং এক হাজার কোটি টাকা অথরাইজড মূলধন নির্ধারণ করা হয়। মঙ্গলবারের সভার মাধ্যমে কোম্পানির দর্শনীয় কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমকেআর/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।