Bangal Press
ঢাকাFriday , 7 April 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

৬০ জনকে ঈদের পোশাক দিলো ‘সঞ্চালন’

Link Copied!

ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে নতুন পোশাক দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক সংগঠন ‘সঞ্চালন’।

বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পেছনে নতুন ফুডকোর্টে ৬০ জনকে নতুন পোশাক দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জোবায়দা গুলশান আরা, ১২তম কমিটির সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, ১৩তম কমিটির সিনিয়র সহ-সভাপতি দীপ্ত রায়, সহ-সভাপতি সাইফুর রহমান এবং ১৪তম কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান এবং সঞ্চালনের বর্তমান কমিটির সদস্যরা।

ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে সংগঠনের সভাপতি মো. শাহরিয়ার মাহমুদ বলেন, সুন্দরভাবে বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে প্রতিটি অসহায় মানুষ তাদের কল্পনায় ঈদ উদযাপনের স্বপ্ন আঁকে। কিন্তু অসহায়ত্বের জন্য ভালোভাবে ঈদ উদযাপন সম্ভব হয় না। সামাজিক দায়বদ্ধতা থেকেই ‘সঞ্চালন’ রক্ত সরবরাহের পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন থেকে এসব মানুষের জন্য কাজ করে আসছে।

সাধারণ সম্পাদক মো. মোহসিন হোসেন বলেন, সামাজিক অবস্থানভেদে সমাজের সব শ্রেণির মানুষের জন্য সেটা সম্ভব হয় না। সঞ্চালনের হয়ে এসব শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।

নাঈম আহমদ শুভ/এসজে/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।