Bangal Press
ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চীন সফরে ইলন মাস্ক

Link Copied!

চীনে সফর করছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিন বছরের বেশি সময় পর বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটিতে এটাই তার প্রথম ভ্রমণ। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেইজিংয়ে পৌঁছান তিনি। সাংহাইয়ে অবস্থিত টেসলার বৃহত্তম উৎপাদন কেন্দ্রে তিনি সফর করবেন বলে জানা গেছে। খবর বিবিসির।

চীনে পা রাখার কয়েক ঘণ্টা পরেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে সাক্ষাত করেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। সে কারণেই হয়তো চীনের এই সফর নিয়ে ব্যক্তিগত ভাবে তেমন একটা প্রচারণা করতে দেখা যায়নি তাকে।

আরও পড়ুন: উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ

এমনকি বুধবার বেইজিংয়ের একটি হোটেল থেকে ইলন মাস্ক যখন বেরিয়ে যাচ্ছিলেন সে সময় চীনে তার ভ্রমণের পরিকল্পনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলেও তিনি কোনও মন্তব্য করেননি।

পরে বুধবার ইলন মাস্ক চীনের শিল্পমন্ত্রী জিন ঝুয়াংলংয়ের সঙ্গে দেখা করেন এবং বৈদ্যুতিক যানবাহনের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গাড়ি নির্মাণের ব্যবসা আরও সম্প্রসারণ করতে চান ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের পর টেসলার সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন। তবে টেসলার পক্ষ থেকে এ বিষয়ে তেমন কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: পশ্চিমা দেশগুলোর কাছে এরদোয়ান কেন গুরুত্বপূর্ণ?

সাধারণত দিনে বেশ কয়েকবার টুইট করেন ইলন মাস্ক। কিন্তু চীনে পা রাখার পর থেকে তাকে সেভাবে টুইট করতেও দেখা যায়নি। ২০১৯ সালের জানুয়ারিতে সাংহাইতে তথাকথিত গিগাফ্যাক্টরি তৈরি করা শুরু করে টেসলা। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই ছিল টেসলার প্রথম উৎপাদন কেন্দ্র।

সে বছরের শেষের দিকে চীনের নির্মিত প্রথম গাড়ি বাজারে আসে যা এই মার্কিন কোম্পানির জন্য একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এর আগে গত মাসে টেসলার পক্ষ থেকে জানানো হয় যে, চীনে তারা একটি নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা করছে। সাম্প্রতিক সময়ে ইলেক্ট্রিক গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছে টেসলা।

টিটিএন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।