Bangal Press
ঢাকাMonday , 5 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

Link Copied!

নওগাঁ-২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পত্নীতলা উপজেলা ও ধামরছাট উপজেলায় আগামী ১২ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে উপসচিব মেহেদী হাসান স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই নির্দেশনা দেওয়া হয়। 
চিঠিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদের ৪৭ নওগাঁ- ২ আসনে নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনি এলাকা পত্নীতলা উপজেলা ও ধামরছাট উপজেলা সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
গত ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা গেলে ইসি ভোট স্থগিত করা হয়েছিল। 
পরবর্তীতে ৮ই জানুয়ারি ওই আসনে ভোট গ্রহণের জন্য নতুন করে তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।  
ঘোষিত তফশিল অনুযায়ী,  মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২৩ জানুয়ারি শেষ। পরবর্তীতে আপিল নিষ্পত্তি হয় ২৪ জানুয়ারি। গত ২৬ই জানুয়ারি  প্রতীক বরাদ্দ শেষে এখন চলছে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।