Bangal Press
ঢাকাFriday , 2 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে কমেছে সোনার দাম

Link Copied!

সম্প্রতি ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান ব্যাপকভাবে কমে যায়। এতে দেশটিতে বেড়ে যায় সোনার দাম। তবে এখন ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্থানীয় মুদ্রাটি। এতে কমতে শুরু করেছে সোনার দাম। খবর জিও নিউজের।

অল পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১ জুন) প্রতি তোলা ২৪ ক্যারেটের সোনায় দাম কমেছে পাঁচ হাজার চারশ পাকিস্তানি রুপি। তাছাড়া প্রতি ১০ গ্রামে দাম কমেছে চার হাজার ৬২৯ রুপি। ফলে মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে দুই লাখ ২৯ হাজার ও এক লাখ ৯৬ হাজার ৩৩১ পাকিস্তানি রুপি।

আরও পড়ুন>সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে হেরে গেছেন ইমরান খান

এদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম চার ডলার বেড়ে এক হাজার ৯৬৭ ডলার হয়েছে।

জানা গেছে, পাকিস্তানে মূল্যবান এই ধাতুটির মূল্য কমার অন্যতম কারণ হলো খোলা বাজারে স্থানীয় মুদ্রার মান বৃদ্ধি।

এদিকে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আরও কমেছে। এক বিবৃতিতে স্টেট ব্যাংক অব পাকিস্তান জানিয়েছে, ২৬ মে শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ১০২ মিলিয়ন ডলার কমে চার দশমিক শূন্য নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে একই সময়ে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ ১১৬ মিলিয়ন ডলার কমে পাঁচ দশমিক ৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে দেশটির মোট রিজার্ভ দাঁড়িয়েছে নয় দশমিক ৫১ বিলিয়ন ডলার।

এমএসএম

 
 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।