Bangal Press
ঢাকাThursday , 8 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

Link Copied!

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নুরুল ইসলাম খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্সে জানাজা হয়।

জানাজা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশ পুলিশের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এরপর একে একে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একটি চৌকস পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে।

নুরুল ইসলাম খান বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি পাঁচ ছেলে, চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

টিটি/জেডএইচ/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।