Bangal Press
ঢাকাWednesday , 29 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে জাবি ছাত্রদল

ডেস্ক রিপোর্ট
November 29, 2023 5:52 pm
Link Copied!

দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা-কর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল শুরু করেন তারা। পরে মিছিলটি মীর মশাররফ হোসেন হল ফটকে গিয়ে শেষ হয়। এ সময় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়।
মিছিল শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা গনতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ।
মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, শহীদ সালাম বরকত হল শাখার যুগ্ম আহ্বায়ক মো আফ্ফান আলী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ ক্রীড়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান, শেখ মুজিব হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, মীর মশাররফ হোসেন হল ছাত্রনেতা মিজানুর রহমান, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রনেতা সাব্বির আহমেদ, সালমান আহম্মেদ, মেহেদী হাসান প্রমূখ নেতাকর্মীবৃন্দ।

সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।