Bangal Press
ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

অবিশ্বাস্য ‘লাল নদী’ দেখলেই জুড়াবে চোখ

Link Copied!

বিশ্বের সব দেশেই ছোট-বড় বিভিন্ন আকারের নদী আছে। তবে কখনো কি নদীর পানির রং লাল দেখেছেন? অবিশ্বাস্য ঘটনা হলেও সত্যিই, এমন এক নদীর দেখা আপনি পাবেন পেরুতে গেলে।

সেখানকার ভিলকানোটা পর্বতশ্রেণীর আদিম পাথুরে উপত্যকার মধ্য দিয়ে চলা এক নদীর পানির রং টকটকে লাল। এটি একটি অনন্য প্রাকৃতিক ঘটনা। আর এ দৃশ্য দেখতেই সেখানে ভিড় করেন দর্শনার্থীরা।

আরও পড়ুন: বিশ্বের যে স্থানে সেলফি তুলতে গিয়ে মারা গেছেন অনেকেই

কুসকো শহর থেকে আনুমানিক ১০০ কিলোমিটার দূরে, সুপরিচিত পালকোয়ো রেইনবো পর্বতমালার কাছে এই লাল নদীর অবস্থান। স্থানীয়দের কাছে স্থানটি ‘পালকুয়েলা পুকামায়ু’ নামে পরিচিত।

অবাক করা বিষয় হলো, শুধু ৫ কিলোমিটারের জন্য লাল রং ধারণ করে এই নদীর পানি। এরপর পানি স্বাভাবিক রঙের হয়েই অন্যান্য নদীতে মিশে যায়।

লাল নদীর সৌন্দর্য আরও বেড়ে যায় বর্ষাকালে। ডিসেম্বর-এপ্রিল মাস পর্যন্ত দর্শনার্থীরা সেখানে যান। আর বছরের বেশিরভাগ সময়, পাল্কেল্লা পুকামায়ু একটি কর্দমাক্ত বাদামিরঙা।

আরও পড়ুন: ভারত গিয়ে ঘুরে আসুন ছোট্ট ‘বাংলাদেশে’

বর্ষাকালে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড সমৃদ্ধ মাটি পাহাড় থেকে নীচে বাহিত হয় ও পানির রং উজ্জ্বল লালচে করে তোলে।

কুসকোর লাল নদীর অনেক ছবি ও ভিডিও বছরের পর বছর ধরে অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। তবে অনেকেই এটি ফটোশপ ভেবে ভুল করেন।

চাইলে আপনিও এই অভূতপূর্ব সৌন্দর্য থেকে মুগ্ধ হতে পারেন। এজন্য বর্ষাকালে পেরুর ভিলকানোটা পর্বতমালা ভ্রমণে যেতে হবে।

সূত্র: অডিটি সেন্ট্রাল

জেএমএস/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।