Bangal Press
ঢাকাSaturday , 3 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ফিট না হলে ক্রিকেট ছেড়ে দেবেন সাকিব

Link Copied!

চোখের সমস্যাটা নিয়ে লম্বা সময় ধরেই ভুগছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেই এই সমস্যায় ভুগেছিলেন সাকিব। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই ভোগান্তিতে ভুগছেন তারকা এই অলরাউন্ডার। 
দেশে একাধিক ডাক্তার দেখিয়েও পরিপূর্ণ সমাধান পাচ্ছেন না তিনি। চিকিৎসার জন্য গেছেন দেশের বাইরেও। তবুও সমস্যা মেটেনি। যার কারণে বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ জাতীয় দলের অধিনায়ক।
সাকিব যদি আগের মতো ফিট না হতে পারেন তাহলে ক্রিকেটই ছেড়ে দেবেন এমনটাই মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 
গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর কুমিল্লার হয়ে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি সে না ফিরতে পারে তাহলে ক্রিকেটই খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।’
দিন চারেক আগে সাকিবের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সালাউদ্দিন। সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।’
কয়কেও দিন আগেই সাকিবের ফিটনেস নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। অনুশীলন করছে নিজে নিজেওন। ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।’



রার/সা.এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।