Bangal Press
ঢাকাSaturday , 2 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাড়ল ৫০ আসন

Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫০টি আসন বাড়িয়েছে কর্তৃপক্ষ। ফলে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭০টিতে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৪২তম সভা এবং সিন্ডিকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত হয়। শুক্রবার (০১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ববি উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভুঁইয়া।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিক শিক্ষার্থী ভর্তির জন্য দর্শন বিভাগে ২০টি, ইতিহাস বিভাগে ১০টি, প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগে ১০টি এবং পরিসংখ্যান বিভাগে ১০টি আসন বাড়ানো হয়েছে।
গত ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৬০০টি, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬২০টি এবং ‘সি’ ইউনিটের (ব্যবসা) শিক্ষার্থীদের জন্য ৩০০টি আসন ছিল। মোট ৫০টি আসন বাড়ার ফলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ৩০টির পরিবর্তে ৫০টি আসনে ভর্তি নেবে। এছাড়া ইতিহাস বিভাগ ৪০টির পরিবর্তে ৫০টি, প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগে ৩০টি আসনের বদলে ৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরিসংখ্যান বিভাগে ৩০টি আসনের পরিবর্তে ৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে ববি।
২০২০-২১ শিক্ষাবর্ষে ববিতে মোট আসন ছিল এক হাজার ৪৫০টি। ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫০টি বাড়িয়ে করা হয় এক হাজার ৪৯০টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে করা হয় এক হাজার ৫২০টি। বর্তমানে ৫০টি আসন বাড়ানোর ফলে আসন সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭০টি।
২০১১-১২ শিক্ষাবর্ষে ছয়টি বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম দিয়ে যাত্রা শুরুর সময় আসন সংখ্যা ছিল মাত্র ৬২০টি। বর্তমানে ববিতে ছয়টি অনুষদের ২৫টি বিভাগ চালু রয়েছে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।