Bangal Press
ঢাকাMonday , 20 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘সত্যি কথা বিশ্বকাপ দল দেখি নাই, জানি না কারা আছে’

Link Copied!

আর কিছুদিন পর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যেই বৈশ্বিক এই আসরে অংশগ্রহণের লক্ষ্যে দেশ ছেড়েছে শান্ত-সাকিবরা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মাশরফি বিন মর্তুজা। টাইগারদের বিশ্বকাপ দলে কারা আছে সেটি জানেন না বলেও মন্তব্য করেন তিনি। 
সোমবার (২০ মে) কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে গণমাধ্যমের মুখোুমুখি হন মাশরাফি। এ সময় তার কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা তো অবশ্যই ভালো কিছু করবে।’
বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা আছেন সেটি জানেন না উল্লেখ করে তিনি বলেন, ‘দল দেখিনি। জানি না কারা আছে। আশা করছি বিশ্বকাপে ভালো করবে, বাকিটা দেখা যাক। পুরো দল দেখিনি। কী অবস্থায় আছে জানি না। সত্যি কথা আমি দল দেখি নাই।’
দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত বলে মন্তব্য করেন মাশরাফি। এ প্রসঙ্গে সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও সেটা ওয়ানডে ফরম্যাট ছিলো। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার যেকোনো একটা জিততে হবে মনে হয়। আশা করি ভালো করবে।’



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।