Bangal Press
ঢাকাTuesday , 21 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

তিনটি বিষয় স্মরণ রাখতে বলেছেন মহানবী সা.

Link Copied!

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়েছেন। যা পুরো উম্মতে মুহাম্মাদীর জন্য পাথেয় ও আদর্শ। সাহাবিগণ আল্লাহর রাসূল সা.-এর সেই উপদেশগুলো সংরক্ষণ করেছেন এবং পরবর্তী উম্মতের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন।
এসব উপদেশের মধ্যে রয়েছে, মানুষের সঙ্গে লেনদেন, চলাফেরার বিভিন্ন আদব। আবার কোনো উপদেশে দান-সদকার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কোনোটিতে ধৈর্য্য ধারণের উপকার সম্পর্কে বলা হয়েছে। আবার মানুষের জীবনে অভাব দেখা দেয় কেন। এসবের কারণও চিহ্নত করা হয়েছে কোনো হাদিসে।
এক হাদিসে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বর্ণনা করেছেন রাসূল সা.। 
আবু কাবশা আল আনমারী রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। তিনি বলেন, তিনটি বিষয়ের ওপর আমি শপথ করছি এবং তোমাদের কাছে একটি হাদিস বর্ণনা করছি, তোমরা তা স্মরণ রেখো।
তিনি বলেন, বিষয় তিনটি হলো:-
১. সদকা করলে কোনো বান্দার সম্পদ কমে না।
২. কোনো বান্দার উপর জুলুম করা হলে সে যদি ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। 
৩. যখনই কোনো বান্দা ভিক্ষার দরজা খুলে দিবে তখনই আল্লাহ তার জন্য অভাবের দ্বার উন্মুক্ত করে দেবেন।
(আত তারগীব ওয়াত তারহীব, হাদিস : ১৬)



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।