Bangal Press
ঢাকাSunday , 9 June 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

অফ ফর্মে সাকিব, যা বলছে বিসিবি

Link Copied!

সাম্প্রতিক সময়ে ব্যাট বলে ভালো পারফর্ম করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুই দিক থেকেই সাকিব নেই তার চেনা ছন্দে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ, যুক্তরাষ্ট্রে অ্যাওয়ে সিরিজ কিংবা বিশ্বকাপের প্রথম ম্যাচ, কোথাও নিজের চেনা ফর্ম দেখাতে পারেননি তিনি। 
এমনকি সাকিবে অফফর্ম নিয়ে প্রশ্ন গিয়েছে বিসিবির কাছেও। তার অফফর্ম প্রসঙ্গে গতকাল শনিবার গণমাধ্যমে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা চাই সাকিব পারফর্ম করুক। কারণ সাকিব অলরাউন্ডার। সে ব্যাটিং বোলিং আমাদের হয়ে দুইটা কাজ করে থাকে সে। সে যদি আরেকটু ওয়ার্কআউট করে, আরেকটু হার্ডওয়ার্ক করে আমার মনে হয় অবশ্যই সে ফর্মে ফিরবে। ফর্মটা টেম্পোরারি। অবশ্যই সে অবদান রাখবে আগামী ম্যাচগুলোতে।’
শ্রীলঙ্কার সঙ্গে জয় নিয়ে জালাল বলেন, ‘একটা টুর্নামেন্টের শুরুতে যদি প্রথম ম্যাচটা কোনো দল জিতে তাহলে আত্মবিশ্বাস অন্য মাত্রায় চলে যায়। এখন বিশ্বকাপে আমাদের এটা খুব দরকার ছিল। আমরা ২ পয়েন্ট দিয়ে শুরু করেছি। আশা করছি যে এখানে যা ম্যাচ আছে পরে আছে ওয়েস্ট ইন্ডিজে সেখানে আশা করছি আমাদের দল অবশ্যই ভালো করবে।’
জয়ের পর উদ্‌যাপন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, `উদ্‌যাপন (হবে) দেখি আমরা ভালো করি আরও। আমাদের লক্ষ্য আসলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া।’
দলের ওপর মানসিক চাপ ছিল উল্লেখ করে জালাল বলেন, (দলের উপর) চাপ ছিল কারণ আমরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছি। প্লেয়ারদের ওপর মানসিক চাপ ছিল। তবে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমরা দেখেছি ২ দিন আগে থেকে যখন অনুশীলন করেছিল, টিম মিটিং করেছিল তাদের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি ছিল। তারা সবসময় নিজেদের চাঙা রাখতে চেষ্টা করে। এটা দরকার ছিল কারণ কেউ যদি ভেঙে পড়ত তাহলে হয়ত মাঠে গিয়ে প্রভাব পড়ত। 
ক্রিকেট বোর্ডের এই পরিচালকের মন্তব্য, ‘তারা যখন মাঠে নামে তারাও কিন্তু চাপ নিয়েই মাঠে নামে। যখন নাকি টার্গেটটা ছোট, তখন আরও বেশি চাপ থাকে। ছোট টার্গেটে অনেক সময় বলে পচা শামুকে পা কাটে।’
 শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।