Bangal Press
ঢাকাMonday , 5 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডে বিধ্বংসী ‘ডাবল সেঞ্চুরি’ সাব্বিরের

Link Copied!

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটেও আপাতত ব্যস্ততা নেই। জাতীয় দলের একসময়ের হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান এই সুযোগে খেলতে গেছেন ইংল্যান্ডে।

ইংল্যান্ডের প্রথম বিভাগে অ্যাভালি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সাব্বির। ১০১ বল খেলে ২০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। সাব্বিরের ঝোড়ো ব্যাটিংয়ের ম্যাচে ১৪৩ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে তার দল।

ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল সাব্বির দল অ্যাভালি। নির্ধারিত ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ। পেছনে যার বড় অবদান সাব্বিরের।

দল ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাব্বির। এরপর পুরো ইনিংস শেষ করে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন বাংলাদেশের এই ব্যাটার। ডাবল সেঞ্চুরির ইনিংসে সাব্বির ছক্কা হাঁকিয়েছেন ১২টি, বাউন্ডারি ১৭টি।

অ্যাভালির ছুড়ে দেওয়া ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩০.২ ওভারে ২০৫ রানেই অলআউট হয়ে যায় সুপারনোভা স্পোর্টস ক্লাব। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতেও ২ উইকেট নেন সাব্বির।

এমএমআর/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।