Bangal Press
ঢাকাThursday , 23 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জাল সনদের জন্য সাবেক পিপি সিরাজুল হক চৌধুরীর আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত

ডেস্ক রিপোর্ট
November 23, 2023 2:20 pm
Link Copied!

হবিগঞ্জে জাল সনদ দিয়ে সদস্যপদ গ্রহণ করায় সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ সিরাজুল হক চৌধুরীর জেলা আইনজীবী সমিতির সদস্য পদ থেকে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইনজীবী সমিতির বেশ কয়েজন সদস্য কয়েকজন আইনজীবী মো. সিরাজুল হক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে মো. সিরাজুল হক চৌধুরীকে সমিতির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি শোকজের জবাব না দিয়ে সময় ক্ষেপন করতে থাকেন। এক পর্যায়ে কার্যনির্বাহী কমিটির সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, গত ১৫ নভেম্বর আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের উপস্থিতিতে সাধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। কিন্তু মো. সিরাজুল হক চৌধুরী কাগজপত্র জমা দিবেন বলে সময় চেয়ে সমিতিতে আবেদন জানান। কিন্তু তিনি সময় মতো কাগজপত্র জমা না দেওয়ায় গতকাল সমিতির হল রুমে তলবী সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডঃ আবুল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুলের পরিচালনায় তলবী সভায় প্রায় ১২০ জন আইনজীবীর উপস্থিত ছিলেন। সভায় সিরাজুল হক চৌধুরীর আইনজীবী সমিতির সদস্য সাময়িকভাবে স্থগিত করা হয়। এ সময় সিরাজুল হক চৌধুরী কাগজপত্র দাখিলের জন্য মাসের সময় প্রার্থনা করলে তাকে এক মাস সময় দেয়া। ওই সময়ের মধ্যে তিনি সঠিক কাগজপত্র জমা দিতে না পারলে সিরাজুল হক চৌধুরীর আইনজীবী সমিতির সদস্য পদ স্থায়ীভাবে বাতিল করা হবে।
এ ছাড়া সাবেক ৩জন সভাপতিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট মো. বদরু মিয়া ও অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।