Bangal Press
ঢাকাFriday , 2 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় ১০ দিন ব্যাপী বিসিকের উদ্যোক্তা মেলার উদ্বোধন

Link Copied!

নেত্রকোণা জেলার কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে নেত্রকোণায় শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে “ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয় দিনে দিনে বড় হয়” স্লোগানে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ মাঠে ১০ দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেলার উদ্‌বোধনী দিনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়। বিসিক উদ্যোক্তা মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে বিসিক ঢাকার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক (উপসচিব) ড. মো: আলমগীর হোসেন, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম (জিপি) ও মেলা কমিটির সদস্য সচিব বিসিকের উপ ব্যবস্থাপক মো. আক্রাম হোসেন সহ অতিথিরা মেলার উদ্দেশ্য নিয়ে বক্তব্য
রাখেন।
মেলায় দেয়া ৪৭ টি স্টলের মধ্যে নেত্রকোণা জেলার ২৫ জন উদ্যোক্তা রয়েছেন। বাকিরা ঢাকা ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন বলে
আয়োজকরা জানান।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।