Bangal Press
ঢাকাSunday , 4 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বসতবাড়িতে আগুন, ভস্মীভূত হয়ে ৫ লাখ টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্ট
February 4, 2024 10:11 am
Link Copied!

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতেকরে গচ্ছিত নগদ টাকা ও আসবাবপত্র মিলে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের দিঘীর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা যায়, রবিবার সকালে কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে আসেন দুই ভাই আমজাদ ও দেলোয়ার হোসেন। এরপর দুপুরে খাবারের জন্য তাদের স্ত্রীরা বাড়ির উঠানে এসে রান্না করছিলেন। হঠাৎ বাড়িতে কোথাও থেকে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় বাড়ির আসবাবপত্রসহ গচ্ছিত টাকা ভস্মীভূত হয়েছে বলে জানান পরিবারের লোকজন।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আফাজ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে শত্রুতামূলক ভাবে কেউ এই কাজটি করেনি। তাদের কোন অভিযোগ নেই। তাদের দাবী গচ্ছিত ক্যাশ টাকা ৩লাখ ৫০ হাজার ও বাড়ির আসবাবপত্র মিলে ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।