Bangal Press
ঢাকাSunday , 4 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা সেবন ২ মাদকসেবীকে ২৫ দিনের কারাদণ্ড

Link Copied!

নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবন করতে গিয়ে দুই মাদক সেবি ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে আটক হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে যথাক্রমে ১০ ও ১৫ মোট ২৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। একই সাথে তাদের ১শ’ টাকা করে অর্থদণ্ড করা হয়। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বায়েজিদ বিন আখন্দ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো.রোমন ওরফে বাদশা (৩৫) ও নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের মধু মিয়ার ছেলে মো.হোরন ওরফে হেঞ্জু (৩৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার মধ্য করিমপুর ও আইয়ুবপুর গ্রামের নিজ বাড়িতে প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় দুই মাদকসেবীকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করে। পরে তাদের দুজনকেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক আসামি মোঃ রোমন ওরফে বাদশাকে ১০ দিন ও মোঃ হোরন ওরফে হেঞ্জুকে ১৫ দিনের কারাদণ্ড প্ৰদান করেন। একই সাথে তাদের ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে মাদক সেবনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই মাদক সেবি ব্যক্তিকে আটক করতে সক্ষম হই। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের এই কারাদণ্ডাদেশ দেন।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।