Bangal Press
ঢাকাMonday , 5 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ইজতেমা থেকে ট্রেনে চড়ে ঘুমের ঘোরে ঢাকার শিশু চট্টগ্রামে

Link Copied!

ট্রেনে চড়ার পর ঘুমের ঘোরে ইজতেমা থেকে চট্টগ্রামে চলে আসা ঢাকার এক শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওমর ফারুক (১২) নামের ওই শিশুকে তার বাবার জিম্মায় ফিরিয়ে দেয় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা-পুলিশ। ওই শিশু ঢাকার উত্তরখান থানার আবদুল্লাপুর চানপাড়া এলাকার আবু আলমের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত শনিবার রাতে এক ব্যক্তি শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটি নিজের বাসার নাম-ঠিকানা বলতে পারছিল না। সে শুধু উত্তরখান এলাকাটি বলতে পারে। পরে আমরা দেশের সব থানায় ইনফর্ম করা শুরু করি। একপর্যায়ে উত্তরখান থানা থেকে রেসপন্স পাওয়ার পর শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। আজ সোমবার সকালে শিশুটিকে তার বাবার জিম্মায় তুলে দেওয়া হয়েছে।’
এর আগে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া মো. সালমান ভূঁইয়া বলেন, ‘নিজের কাজ শেষ করে পুরোনো রেলওয়ে স্টেশন হয়ে বাসায় ফিরছিলাম। তখন ওই শিশুকে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখি। তাকে জিজ্ঞেস করার পর সে বলে, পথ হারিয়ে সে ট্রেনে করে নাকি এখানে এসেছে। মূলত সে টঙ্গী বিশ্ব ইজতেমায় গিয়েছিল। সেখান থেকে ট্রেনে করে বাসায় ফেরার সময় পথে ঘুমিয়ে পড়ে। এরপর আমি তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসি।’



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।