Bangal Press
ঢাকাTuesday , 6 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

Link Copied!

তীব্র শীতকে উপেক্ষা করে সকাল থেকেই ফসলের মাঠে অক্লান্ত পরিশ্রম করে অধিক লাভের আশায় আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বরগুনার পাথরঘাটা উপজেলার প্রান্তিক কৃষকরা। এ মৌসুমে উপজেলার কাকচিরা ইউনিয়নের জালিয়াঘাটা, শিংড়াবুনিয়া, রূপদোন, কুপদোন, হরিদ্রা এবং কালমেঘা ইউনিয়নে আশানুরূপ আলুর চাষ হয়েছে।
পাথরঘাটা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় আলু চাষে ৪’শ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে, এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫’শ ৫৯ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা আলু ক্ষেতে কীটনাশক, সার প্রয়োগ এবং আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। কোনো কৃষক ঘরে বসে নাই। প্রতিদিন সকাল হলেই ক্ষেতে বিভিন্ন পরিচর্যার কাজে ব্যস্ত থাকেন তারা। এ অ লে আলু চাষে লাভবান হওয়ায় আগ্রহ বাড়ছে আলু চাষীদের মাঝে। তাই চলতি মৌসুমে ব্যাপক হারে চাষিরা আলুর চাষ করেছেন। জানা যায়, প্রতি বছরই আগাম আলু চাষ করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা।
উপজেলার কাকচিরা ইউনিয়নের জালিয়াঘাটার সঞ্জিব ব্যাপারী জানান, কৃষি অফিসের পরামর্শে এ বছর তিনি ১ একর জমিতে আলুর চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং আলুর ফলন ও ভালো দাম পেলে লাভবান হবেন বলে তিনি আশাবাদী। তিনি আরও জানান, আলু চাষে সরকারের সু-দৃষ্টি বা একটু সুযোগ তৈরি করে দিলে আলু চাষিদের কখনও লোকসানে পড়তে হবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন জানান, এই এলাকার মাটি আলু চাষের উপযোগী। এবারে আলু চাষে ব্যাপক ফলন হবে বলে আশা করা যাচ্ছে। আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ এবং সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। এছাড়াও মাঠ পর্যায়ে কৃষকদের প্রতিনিয়ত আলু চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
 
 শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।