Bangal Press
ঢাকাTuesday , 14 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ১২৯২ বস্তায় ৬২ টন ভারতীয় চিনি জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১ হাজার ২৯২ বস্তায় ৬২ টন ভারতীয় চিনি জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। একই সাথে জড়িত ব্যবসায়ী রহুল আমীন নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৪ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাতে নালিতাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় ওই ব্যবসায়ীর একাধিক গোডাউনে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ ও জড়িতকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, প্রায় এক বছর যাবত উপজেলার বরুয়াজানি গ্রামের শের আলীর ছেলে কাকরকান্দি বাজারের মুদি-মনোহরী দোকান ব্যবসায়ী রহুল আমীন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি আমদানি করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারি দরে বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রহুল আমীনের কাকরকান্দি বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় শেরপুরের ডিবি পুলিশ ও নালিতাবাড়ী থানা পুলিশ। অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ২৮ বস্তা, অন্য একটি ভাড়া বাড়ির গোডাউন থাকা ৫৪৫ বস্তা এবং রহুল আমিনের নিজ বাড়ির গোডাউন থাকা ৫১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় মোট ১ হাজার ২৯২ বস্তায় প্রায় ৬২ টন চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত ব্যবসায়ী রহুল আমীনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এই চোরাই পথে আনা চিনি ব্যবসার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুদী দোকান ব্যবসায়ী জানান, নালিতাবাড়ী শহরের একাধিক ব্যবসায়ী ছাড়াও হালুয়াঘাটের কয়েকজন ব্যবসায়ী এবং নকলা শহরের ব্যবসায়ী শামীম ভারতীয় চিনি আমদানির সাথে জড়িত। এসব চিনি হালুয়াঘাট এবং নালিতাবাড়ীর একাধিক ভারতীয় পথে আমদানি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, এ ঘটনায় শেরপুরের ডিবি পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় গ্রেপ্তারকৃত একজনসহ জড়িত অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া গ্রেপ্তার রহুল আমীনকে আদালতের মাধ্যমে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।