Bangal Press
ঢাকাMonday , 27 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ঝড়ো বাতাস-বৃষ্টি, সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

Link Copied!

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাবনায় ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। সড়কে উপড়ে পড়ে গাছপালা। এতে ব্যাহত হয় যান চলাচল। ফরিদপুর উপজেলায় সড়কে গাছ ভেঙ্গে পড়ায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
রোববার দিবাগত মধ্যরাতের পর থেকে আজ সোমবার সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছে প্রচণ্ড বাতাস বৃষ্টি। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।
ঝড়ো বাতাস আর বৃষ্টিতে কিছু এলাকায় গাছপালা উপড়ে ভেঙ্গে পড়েছে। বিশেষ করে সড়কে গাছপালা ভেঙ্গে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
পাবনা-বাঘাবাড়ি সড়কের ফরিদপুরে একটি স্থানে সড়কে ভেঙ্গে পড়ে বড় গাছ। এতে ঢাকার সাথে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে দমকল বাহিনীর কর্মীরা গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করে।
ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী হৃদয় হোসেন বলেন, ‘ঢাকা থেকে বাসে বাড়ি ফিরছিলাম। ভোর ৫টার দিকে বাসটি ফরিদপুর উপজেলার কাশেমের বটতলা নামক স্থানে পৌঁছালে দেখা যায় রাস্তায় বড় বড় গাছ ভেঙ্গে উপরে পড়ে আছে। পরে বাসের চালক ট্রিপল নাইনে ফোন করলে দমকল বাহিনী এসে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দেয়।’
শাহজাদপুর ট্রাভেলসের চালক শেখ ফরিদ বলেন, ‘সড়কে যেভাবে বড় বড় গাছপালা পড়েছিল তাতে গাড়ি চলাচল সম্ভব ছিল না। অনেক গাড়ি আটকা পড়ে। উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চাই। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে আমরা গাড়ি নিয়ে গন্তব্যে যাই। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল।’
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। একটি বিশাল বড় গাছ উপরে রাস্তার উপর পড়ে গাড়ি চলাচল বন্ধ হয়েছিল। পরে নিজেরা অনেক চেষ্টা করে গাছ সরাতে না পেরে স্থানীয় করাত আছে এমন শ্রমিকদের ডেকে নিয়ে আসি। তাদের সহায়তায় গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।