Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জামগাছ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

Link Copied!

নেত্রকোনার মোহনগঞ্জে জাম পাড়তে উঠে গাছ থেকে পড়ে খোকন চন্দ্র সরকার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়।

এরআগে সকালে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় একটি গাছ থেকে পড়ে যান খোকন।

খোকন চন্দ্র উপজেলার বড়তলী গ্রামের জীবন চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌসুমি ফলের ব্যবসা করতেন খোকন। মাইলোড়া এলাকার একটি গাছের জাম চুক্তিতে কিনে নেন। সকালে জাম পাড়তে গাছে উঠলে পা পিছলে মাটিতে পড়ে যান। এতে গুরুতর আহত হন খোকন।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে জানা গেছে এটি একটি দুর্ঘটনা। পরিবার থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।