Bangal Press
ঢাকাMonday , 12 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

৩২৩৩ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে সাড়ে ৬৪ কোটি টাকা

Link Copied!

দেশের ৩ হাজার ২৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরে সংস্কারকাজ (মাইনর) করতে ৬৪ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদন দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মেরামত বাবদ প্রতিটি বিদ্যালয়কে ২ লাখ টাকা স্লিপ মানি হিসেবে দেওয়া হবে।

ডিপিইর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও)-আওতায় সাব-কম্পোনেন্ট মেইনটেনেন্স কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ২০২২-২৩ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুকূলে মেরামত ও সংরক্ষণ খাতের অনাবাসিক ভবন উপখাতের অর্থনৈতিক কোড ৩২৫৮১০৭) জিওরি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ থেকে ৬৪ কোটি ৬৬, লাখ টাকা মঞ্জুরি করা হয়েছে।

অর্থ ব্যয়ের শর্তাবলি:কোনো অবস্থায়ই বরাদ্দ অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন ব্যয় করা যাবে না। এ ব্যয় কোনো ক্রমেই সংযুক্ত ছকে বর্ণিত খাত এবং অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোনো উপ-খাত এবং কোডে ব্যয় করা যাবে না। সরকারি আর্থিক বিধি অনুসরণ করে অর্থ ব্যয় করতে হবে। খরচের সব অউচার তার অফিসে সংরক্ষণ করাসহ বেশ কয়েকটি শর্ত মেনে এ অর্থ ব্যয় করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএইচএম/এমআইএইচএস/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।