Bangal Press
ঢাকাThursday , 31 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে

Link Copied!

আ ম ন জামান চৌধুরী সিলেট

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ একই সাথে বাড়ছে এডেস মশার কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। এ বিভাগে আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। আগস্ট মাসের ৩০ দিনে আক্রান্তের সংখ্যা ৪৯৩ জন। আর চলতি মওসুমে এ সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
 

সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৭, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৩৬ জন ও মৌলভীবাজারে ৫ জন।
 

এদিকে, গত ২৪ ঘন্টায় ১৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বছরের শুরু থেকে এ নিয়ে বিভাগে মোট ৮৬৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।