Bangal Press
ঢাকাWednesday , 6 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় প্রতিশোধ নিতে মাদ্রাসা ছাত্রকে হত্যার পর মাটিচাপা

ডেস্ক রিপোর্ট
September 6, 2023 4:01 pm
Link Copied!

কুমিল্লার বরুড়ায় দুবাইতে চাচার শাসনের প্রতিশোধ নিতে দেশে এসে চাচাতো ভাইকে হত্যার পর মাটিচাপা দেয়।  নিখোঁজের দুইদিন পর মো. ইব্রাহিম খলিলের (৭) মরদেহ বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগার গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
ইব্রাহিম বরুড়া পৌরসভার পাঠান পাড়া এলাকার দুবাই প্রবাসী মো. মাসুদের ছেলে। সে পাঠান পাড়া আল কোরআন মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। অভিযুক্ত আল-আমিন (২৬) ইব্রাহিমের আপন চাচা রিপন মিয়ার ছেলে। এই ঘটনার পর আল-আমিন পলাতক রয়েছে।
ওসি মো. ফিরোজ হোসেন নিহতের পরিবার ও স্থানীয়দের উদ্বৃতি দিয়ে জানান, ইব্রাহিম গত ৪ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। তার মা জেসমিন আক্তার ৫ সেপ্টেম্বর বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গত তিনদিন ধরে নিখোঁজের সন্ধান পেতে মাইকিংও করেছে তার পরিবার। বুধবার সকালে এগার গ্রামের নির্জন একটি বাড়ির মালিক মকবুল হোসেন গিয়ে দেখতে পান নতুন মাটি। মাটি সরালে তিনি শিশুর হাত দেখতে পান। বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমানকে জানানো হয়। পুলিশ এসে মাটি সরিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, আল-আমিন কিছুদিন আগে দুবাই থেকে এসেছে। সেখানে তার চাচার কাছে থাকতেন আল-আমিন। কাজ না করায় চাচা মো. মাসুদ মিয়া তাকে শাসন করতেন। দেশে এসে এ নিয়ে কয়েকবার মাসুদের পরিবারকে হুমকি দেয়। এ ঘটনায় আল-আমিন জড়িত বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।  



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।