Bangal Press
ঢাকাThursday , 7 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

টেরা-পে ও নগদের মধ্যে চুক্তি, রেমিট্যান্স আনা যাবে আরো সহজে

ডেস্ক রিপোর্ট
September 7, 2023 12:46 pm
Link Copied!

প্রবাসীরা এখন আরো দ্রুত ও সহজে নগদের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ পেমেন্ট নেটওয়ার্ক টেরা—পে—এর সহজ সমাধানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মুহূর্তে নগদে রেমিট্যান্স পাঠাতে পারবেন। উদ্ভাবন ও গ্রাহকদের জন্য সহজ সমাধান দেওয়া এমএফএস নগদ লিমিটেড সম্প্রতি টেরা—পে—এর সাথে চুক্তি করেছে।
বিশ্বের ২০০টি দেশে টেরা—পে—এর পেমেন্ট নেটওয়ার্ক বিস্তৃত। বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল এমএফএস নগদ আরো দ্রুত লেনদেন ব্যবস্থা গড়ার চেষ্টা করছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি হাজারে সরকারি বোনাস ২৫ টাকাসহ সর্বোচ্চ নিরাপত্তা ও সুযোগ—সুবিধা উপভোগ করতে পারবেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা। 
টেরা—পে সারা পৃথিবীতে তাদের সেবার কারণে বিখ্যাত। প্রতিষ্ঠানটি বিশ্বের ২৯টি বাজারে নিবন্ধিত এবং পরিচালিত হয়ে আসছে। বৈশ্বিক বিভিন্ন ব্যাংক, মোবাইল ওয়ালেট, মানি ট্রান্সফার অপারেটর, মার্চেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈশ্বিক অর্থনৈতিক অন্তর্ভূক্তি ও বিস্তৃত আর্থিক লেনদেন ব্যবস্থায় অবদান রাখছে। পাশাপাশি ভিসা—এর স্ট্রাটেজিক বিনিয়োগ থাকার কারণে বৈশ্বিক লেনদেন এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের বাণিজ্যিক কার্যক্রমের পরিধি বৃদ্ধি করে চলেছে টেরা—পে। 
নগদ লিমিটেড ও টেরা—পে—এর মধ্যে কৌশলগত এই চুক্তির ফলে এখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বছরে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা রেমিট্যান্স সেবা পাবেন প্রবাসীরা। টেরা—পে ও নগদের চুক্তির বিষয়ে দেশের অন্যতম নির্ভরযোগ্য বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নগদ লিমিটেড বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। 
 
টেরা—পে—এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বার সুর নগদ লিমিটেডের সাথে চুক্তির বিষয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘নগদের সাথে উল্লেখযোগ্য এই চুক্তির মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আরো দ্রুত ও নিরাপত্তার মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য ওয়ালেট অন্যতম একটি মাধ্যম। টেরা—পে—এর লক্ষ্যই হলো দ্রুততার সাথে তাৎক্ষণিকভাবে গ্রাহকের কাছে রেমিট্যান্স পেঁৗছে দেওয়া। আমাদের ব্র্যান্ডের লক্ষ্য অর্জনের জন্য নগদ ভূমিকা রাখবে। আমরা জীবনকে সহজ করতে এবং ইন্টারঅপারেবিলিটি প্ল্যাটফর্মকে আরো গতি দিতে পেরে অত্যন্ত উদগ্রীব হয়ে আছি।’
টেরা—পে এবং নগদের এই চুক্তির বিষয়ে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা শুরু থেকে চেষ্টা করেছি মানুষের জীবন সহজ করার জন্য। পৃথিবীর অন্যতম বড় পেমেন্ট নেটওয়ার্ক টেরা—পে দিয়ে এখন প্রবাসী ভাই—বোনেরা মুহূর্তে নগদে রেমিট্যান্স আনতে পারবেন। প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের জন্য এমন একটি উপহার দিতে পেরে আমরা আনন্দিত।’



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।