Bangal Press
ঢাকাSaturday , 9 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বাঁচা মরা লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ডেস্ক রিপোর্ট
September 9, 2023 4:02 am
Link Copied!

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৯ সেপ্টেম্বর) মাঠে নামবে বাংলাদেশ দল। এদিন বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এমনকি ব্যাটিং পজিশনেও আসবে রদবদল।
এই ম্যাচে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। আর হারলেই শেষ ফাইনালের স্বপ্ন। তবে ডু অর ডাই ম্যাচটির আগে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে বাজেভাবে হারের পূর্বস্মৃতি। সেই হারের প্রতিশোধ নিয়ে জয়ের ধারায় ফিরতে নতুন ভেন্যুতে নতুনভাবে শুরু করতে বদ্ধপরিকর টিম টাইগার্স। যে কারণে এই ম্যাচে ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে গত ম্যাচে ওয়ান-ডাউনে নামা লিটন দাসকে দেখা যেতে পারে।
ওপেনিংয়ে দারুণ শুরুর লক্ষ্যেই এই ম্যাচে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিজয়কে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন নাঈম শেখ।
এ ছাড়া লঙ্কানদের বিপক্ষে ওয়ান-ডাউনে আফিফকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নিজের আগের পজিশনে ফিরতে পারেন আগের দুই ম্যাচে ওপেন করা মেহেদি হাসান মিরাজ।
অন্যদিকে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তাই শিরোপা মিশনে টাইগারদের আরেক প্রতিপক্ষ হতে পারে বেরসিক বৃষ্টি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।