Bangal Press
ঢাকাSaturday , 9 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সাংবাদিক নির্যাতনে জড়িত চিকিৎসকদের বিচার দাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
September 9, 2023 2:56 pm
Link Copied!

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাগিংয়ের খবর সংগ্রহকালে ৭ সাংবাদিকের ওপর হামলায় জড়িত দুই চিকিৎসকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
বরিশাল নগরীর সদর রোডে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে দিকে এই কর্মসূচি হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) অধিভূক্ত বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ হয়। এসময় সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার দাবিতে জড়িতদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রীসহ স্থানীয় সব দপ্তরে পাঠানোর ঘোষণা দেন বিএফইউজে-এর কেন্দ্রীয় নেতারা।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম (স্বপন খন্দকার) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য নূরে জান্নাত সীমা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
আরও উপস্থিত ছিলেন, সংগঠক শুভংকর চক্রবর্তী, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, চারুকলার সংগঠক অ্যাডভোকেট সুভাস দাস নিতাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, হামলার শিকার ফিরোজ মোস্তফা প্রমুখ।
বিএফইউজে-এর সভাপতি ওমর ফারুক বলেন, স্বনামধন্য চিকিৎসকদের মধ্যে দুর্বৃত্তরা ঢুকে পরেছে। এজন্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ায় তারা বিদেশমুখি হচ্ছে। এই দুর্বৃত্তরাই ছাত্রী র‌্যাগিংয়ের ঘটনা আড়াল করতে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। হামলার পর তদন্ত প্রতিবেদনের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা অবিলম্বে বিচার দাবি করে জড়িত চিকিৎসকদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রী বরাবর পাঠাবো।
স্থানীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সব দপ্তরে প্রেরণ করবো। বিএফইউজের সদস্যদের ওপর হামলা করলে রেহাই পাওয়া যাবে না। তাই জড়িতদের অবিলম্বে কলেজ থেকে বহিষ্কার করা হোক, নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায় করা হবে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।