Bangal Press
ঢাকাSunday , 18 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জরুরি মেইল শিডিউল করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট
February 18, 2024 4:57 pm
Link Copied!

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। কিন্তু এতো বেশি মেইল ব্যবহার করায় অনেক সময় দরকারি মেইল করতেই ভুলে যান অনেকে।

তাই আপনার যে সময় মেইলটি করা প্রয়োজন তার অনেক আগেই সেটি লিখে শিডিউল করে রাখতে পারেন। সময়মতো প্রাপকের কাছে পৌঁছে যাবে মেইল। দরকারি মেইল করতে ভুলে গিয়ে ঝামেলায় পড়তে হবে না আর।

জি-মেইলের এই ‘ই-মেইল শিডিউলিং’ ফিচারের সাহায্যে আগে থেকে তারিখ, সময় এবং যাকে ই-মেইল পাঠাতে চান, সেটা সেট করে রাখতে হবে। মোবাইলের জি-মেইল অ্যাপে কীভাবে ই-মেইল শিডিউল করবেন দেখে নিন-

আরও পড়ুন• জি-মেইলে জরুরি মেইল আর্কাইভ করতে পারবেন

>> প্রথমেআপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে জি-মেইল অ্যাপ খুলতে হবে।

>> এবার ডেস্কটপের মতোই মেইল কম্পোজ করে রেসিপিয়েন্ট অর্থাৎ যাকে মেল পাঠাবেন তার ই-মেইল আইডি লিখে মেইল ড্রাফট করুন।

>> এবার উপরে ডানদিকের কোণে থাকা তিনটি ‘ডট’ অপশনে ট্যাপ করে ‘শিডিউল সেন্ড’- এর অপশন পাওয়া যাবে। এখানেও ডেট-টাইম সেট করার জন্য ম্যানুয়াল অপশন থাকবে।

>> বেশ কিছু অপশন প্রি-সেটও করা থাকবে। সেখানেই আপনি আপনার পছন্দমতো তারিখ এবং সময় বেছে নিতে পারবেন। এরপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই আপনার ই-মেইল শিডিউল হয়ে যাবে।

ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে যেভাবে করবেন-

>> ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে কীভাবে জিমেলে ‘ই-মেইল শিডিউল’ করবেন প্রথমে নিজের জিমেল অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে।

>> এবার ‘কম্পোজ’ অপশনে ক্লিক করে নিজের ই-মেইল ড্রাফট করুন।

>> এক্ষেত্রে যাকে ই-মেইল পাঠাতে চাইছেন, তার আইডি দিয়েই মেইল ড্রাফট করুন।

>> এবার পরবর্তী পর্যায়ে সেন্ড অপশনে ক্লিক করার পরিবর্তে সেন্ড বাটনের পাশে যে ‘ড্রপ ডাউন’ অ্যারো রয়েছে, সেখানে ক্লিক করুন।

>> সেখানেই আপনি ‘শিডিউল সেন্ড’ অপশন পাবেন। এই বাটনে ক্লিক করলে আপনি আগামী কয়েকদিনের জন্য কিছু প্রি-সেট অপশন দেখতে পাবেন। চাইলে এখান থেকে একটা তারিখ এবং সময় বেছে নিতে পারেন।

আরও পড়ুন• জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন• অবাঞ্ছিত ই-মেইল থেকে মুক্তি পাবেন যেভাবে

সূত্র: লাইভমিন্ট

কেএসকে/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।